সবসময় রিপোর্ট :: আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন স্থগিত করেন।
নির্বাচন স্থগিতের খবরে সিলেট ব্যবসায়ী ফোরাম প্যানেলের নেতৃবৃন্দ বিকেলে প্রচারণার কাজ বন্ধ রেখে তাৎক্ষণিক বিয়ানীবাজারে সংবাদ সম্মেলন করেন।
তারা বলেন, সিলেটের ব্যবসায়ীরা চেম্বারের নির্বাচনের পক্ষে। প্রচারণার শেষ সময়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে। ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, নাফিস জুবায়ের চৌধুরী, দিবাকর দাস ঝুটন।
Leave a Reply