ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার।
প্রথমজন ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে।
আবিদ আনোয়ার বলেন, ‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে। তারপর সে নিজের পাসপোর্টের কাজ শুরু করতে পারবে।’
অন্যদিকে আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, ‘কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী।’
Leave a Reply