ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা, রংপুরের তারাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা প্রবীন শিক্ষক যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, ফরিদপুরের সালফরা মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, নরসিংদী রায়পুরের স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে নির্মমভাবে হত্যাসহ চলতি বছরে সারাদেশে অর্ধশতধিকের বেশী হত্যা এবং ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা, কথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার ও আদিবাসীদের ওপর হামলাসহ সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার আহবানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
Leave a Reply