সবসময় ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পুনর্গঠন ও কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর বাস্তবায়নে এবং ইউনাইটেড ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর অর্থায়নে রোববার (২১ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা। প্রকল্পের কোয়ালিটি অ্যাসিউরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী সভা সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার এবং গীতা পাঠ করেন প্রীতিস দাস।
সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন আবুবকর শিকদার। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ুর সাথে বস্তিবাসী জনগোষ্ঠীকে খাপ খাওয়ানোর লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে তরুণ নেতৃত্ব তৈরি হবে এবং দুর্যোগকালে তাদের সম্মুখসারিতে রেখে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা যাবে। তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং এলাকার সমস্যা চিহ্নিতকরণে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতা কামনা করেন।
মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে বন্যাকালে আশ্রয়কেন্দ্রের সংকট, নিরাপদ পানির অভাব ও শিশু খাদ্যের সমস্যার কথা গুরুত্বসহকারে আলোচিত হয়।
কমিটির সদস্য সচিব প্রীতিস দাস বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ওয়ার্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবীর শাহীন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় বন্যার প্রকোপ বেড়েছে, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং নৌকার অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এসব বিষয়ে প্রকল্পের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মো.মাসুদ রানা বলেন, যুবক-যুবতীদের জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত যুবদের একটি সঠিক ডাটাবেজ তৈরি করা প্রয়োজন। তিনি অগ্নিনির্বাপক প্রশিক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণের প্রস্তাব দেন এবং ফায়ার সার্ভিস সিলেটের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. রায়হান উদ্দিন (ইমাম ও খতিব, তেররতন জামে মসজিদ), রাবেয়া আক্তার (নগর স্বাস্থ্য কেন্দ্র, তেররতন উপশহর), মাহফুজ আহমদ, মহবুব আহমদ, বাবু আহমদ, বিলাশ দেব, রাফি আহমদ শুভ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ, অনিক আহমদ হৃদয়, রিমা আক্তার, অরুনা আক্তার, মনু, রিনা আক্তার, ইমরান হোসাইন, ফজলে রাব্বি (সমাজকর্ম বিভাগ, শাবিপ্রবি) এবং রাজিয়া বেগম (এফআইভিডিবি)।
Leave a Reply