সবসময় ডেস্ক :: ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডে নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজার ভেতরে ৪৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সর্বশেষ দুই সেনা উত্তর গাজায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের ভাষ্য মতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।
সআ/ডিএস
Leave a Reply