সবসময় ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো কথা জনগণের জন্য ভালো হলে তা গ্রহণ করা হবে। তবে নির্বাচনে কাউকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। প্রবাসী সাংবাদিকরা জোর করে আমেরিকাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে টেনে আনে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি বাজার মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন এতে। মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা গাজার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ সংলাপে ভয় পায় না। ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশা তার।
বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হলেও তা নিয়ে যুক্তরাষ্ট্র কথা না বলে শুধু বাংলাদেশ নিয়ে কথা বলে অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর।
সবসময়.কম/বা.ভি/ডিএস-০৪
Leave a Reply