নিজস্ব প্রতিবেদক :: সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনাকে নাশকতা হিসেবেই দেখছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। পুলিশের হাতে এসেছে বেশ কয়েকটি নাম। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এদিকে উপবন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেষ্টর মোহাম্মদ রুবেলকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। আগুন কবলিত বগিটি ছাড়া পুরো ট্রেন গত রাত ১২ টায় ঢাকার উদ্যেশ্যে সিলেট থেকে ছেড়ে গেছে।
সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিএনপি জামায়াতের অবরোধের নামে নাশকতার অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমাদের ধারণা। আমরা বেশ কয়েকটি নাম পেয়েছি।
বুধবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা আন্তনগর উপবন এক্সপ্রেস এর এসি বগিতে আগুন লাগে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি আসন পুড়ে যায়। ওই বগি থেকে প্লাস্টিকের ২ বোতল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই বোতলে করেই পেট্রোল নিয়ে এসেছিল দুর্বৃত্তরা
Leave a Reply