“ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থ্যানুযায়ী দুখি মেহনতী মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশকে একটি উন্নত, স্মার্ট, ডিজিটাল রাষ্ট্র হিসেবে গড়তে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকার দেশের দারিদ্র বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশের দারিদ্রতা দূর হবে”। ৯ এপ্রিল (মঙ্গলবার) সিলেট কদমতলী বাস টার্মিনালে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও তিনবারের নির্বাচিত সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান। ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ খান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গুলজার আহমদ, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, জুবেল আহমদ, এম এস ইসলাম প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি
Leave a Reply