শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
বিএনপি নেতা উজ্জ্বল রঞ্জন চন্দ’র ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা মো. রাফাত আহমদ’র ঈদ শুভেচ্ছা সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ২৭ নং ওয়ার্ডে আব্দুল জব্বার চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ সমাজসেবী কামাল বক্ত’র ঈদ শুভেচ্ছা অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব : রেজাউল হাসান কয়েছ লোদী স্বনামধন্য ঠিকাদার হাবিবুর রহমান বুলু আর নেই আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন ২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ইফতার বিতরণ ২৬ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল আ. লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে রক্ত দিয়ে প্রতিহত করব : অ্যাডভোকেট সামসুজ্জামান খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সিলেট বিএনপি ঐক্যবদ্ধ শ্রমিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন : শানর মিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ি ইউনিয়ন শাখার ইফতার ও কমিটি গঠন বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক পুন:নির্মাণের উদ্যোগ বাঁশ বেতের সেতুতে যুক্ত সিলেট-সুনামগঞ্জ ধর্ষণ মামলার আইন সংশোধনে খসড়া প্রস্তুত: আইন উপদেষ্টা জয়নুল হক’র বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা শাহজালাল মাজারে সাড়ে ৭শ বছরের ঐতিহ্যবাহী গণ ইফতার  শূন্যপদে নিয়োগসহ ৪ দফা দাবি ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের হবিগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থীর প্রচারণা : মনোনয়ন দৌড়ে এগিয়ে গোলাম রাব্বানী কাল হযরত দরিয়া শাহ(রহঃ)মাজারে উরুসের পরিবর্তে ইফতার মাহফিল দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের উপহার বিতরণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলায় অভিযুক্ত মামুন গ্রেফতার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা মাহবুব চৌধুরীর মতবিনিময় গাজায় ইসরাইলি বর্বরতায় ৬৩ ফিলিস্তিনি নিহত ছাগলকাণ্ডের এনবিআরের মতিউর দম্পতি গ্রেফতার আজহারির মাহফিলে মোবাইল চুরির ঘটনায় ৭৪ জিডি পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নির্বাচিত চার বঙ্গকন্যা

যুক্তরাজ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নির্বাচিত চার বঙ্গকন্যা


যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দীর্ঘ ১৪ বছরের কনজারভেটিভ পার্টির শাসনের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে লেবার পার্টির। ৩২৬টি আসন লাভ করলেই একক সরকার গঠন করা যায়, সেখানে ৪১ টি আসন লাভ করেছে লেবার পার্টি।

হাউস অব কমন্সের ৬৫০টি আসনের বিপরীতে রাজনৈতিক দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ ২০২৪ সালের নির্বাচনে ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে বাংলাদেশী বংশোদ্ভূত ৯ জন নারী প্রার্থীসহ মোট ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গত নির্বাচনে বিজয়ী ৪ নারী, রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আপসানা বেগম এবারও বিজয়ী হয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চম মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন। তবে এবার অল্প ব্যবধানে জিতেছেন তিনি।

৪৯ বছর বয়সী রুশনারা আলী টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো ১৫,৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ব্রিটিশ বাংলাদেশি আজমল মাশরুর পেয়েছেন ১৪,২০৭ ভোট। শেষ পর্যন্ত আজমল মাশরুর সব বিরোধী দলের ভোট টেনে আনতে সক্ষম হন এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতায় উঠে চমক দেখান।

মূলত ফিলিস্তিন ইস্যু নিয়ে বাঙালি অধ্যুষিত এই আসনে এবার চাপে পড়েন রুশনারা আলী। তার বিরুদ্ধে ধর্মীয় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি। তবুও শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন রুশনারা আলী। নির্বাচনে। আরেক বাংলাদেশি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান ৪,৭৭৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ আসনের অপর দুই স্বতন্ত্র বাংলাদেশি প্রার্থী স্যাম উদ্দিন ৩২৫ ও মো. সুমন আহমেদ ৩১৫ ভোট পেয়েছেন।

বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যামস্টেড, কিলবার্ন ও হাইগেট আসন থেকে জয়ী হয়েছেন। তিনি এই আসনে ২৪৩৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮৪৬২ ভোট।

৪১ বছর বয়সী টিউলিপকে রাজনৈতিক পর্যবেক্ষকরা লেবার পার্টির মধ্যে নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদদের একজন হিসাবে দেখেন। ২০১৫ সালের নির্বাচনে, টিউলিপ একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রথমবারের মতো লেবার পার্টির অ-নিরাপদ আসনে জয়লাভ করেন। এবং এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। ২০১৫ সালের নির্বাচনে ১৫ হাজারের সামান্য বেশি ভোটে জিতেছিলেন টিউলিপ আর আবার সেই একই আসনে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

ডা. রুপা হক টানা চতুর্থবারের মতো লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসনে লেবার পার্টির মনোনয়নে ২২৩৪০ ভোট পেয়ে জিতেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮৩৪৫ ভোট। ৫২ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত রাজনীতিতে প্রবেশের আগে সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন। সর্বশেষ কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশের মোহাম্মদ হক ও রোশন আরা হকের তিন কন্যার মধ্যে রুপা হক বড়। তার বাবা-মা ১৯৭০ সালে ব্রিটেনে আসেন। তার বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়। রুপা হক তার সহজ-সরল এবং বিনয়ী আচরণের জন্য তার নির্বাচনী এলাকার ভিতরে এবং বাইরে উভয়ই পছন্দ করেন।

লেবার পার্টির আপসানা বেগম বাংলাদেশি জনবহুল পপলার ও লাইম হাউস থেকে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।

আপসানার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেনিফিট পেয়েছেন ৫ হাজার ৯৭৫ ভোট; কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডাউনিং পেয়েছেন ৪ হাজার ৭৩৮ ভোট; আর স্বতন্ত্র প্রার্থী আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক পেয়েছেন ৪ হাজার ৫৫৪ ভোট।

আপসানা বেগম গতবার পূর্ব লন্ডন আসনে স্থানীয় লেবার পার্টির বাংলাদেশিদের বিরোধিতার মুখে লেবার মনোনয়ন ও নির্বাচনী লড়াইয়ে জয়ী হন।

আফসানা বলেন, আমি শ্যাডওয়েল, টাওয়ার হ্যামলেটসে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আপসানার বাবা মনির উদ্দিনও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com