রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ৩শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে করেছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে এএসপি (রৌমারী সার্কেল) রৌমারী থানার অফিসার ইনচার্জ ও বিজিবি সদস্যদের নিয়ে একটি যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামের কুখ্যাত মাদক কারবারি জাহের আলী ওরফে ফকির চাঁনের বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় জাহের আলীর স্ত্রী মোছা. মফিতা বেগম (৩৫) ও সহযোগী বন্দবেড় গ্রামের মৃত জবেদ আলীর ছেলে নিজাম উদ্দিন (৫২) কে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গ্রেফতার এড়াতে জাহের আলী তার বাড়ির চারপাশে ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর, ও ধৃত নিজাম উদ্দিনের ব্যবহৃত ১টি মোবাইল ফোন ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন ।
Leave a Reply