সবসময় ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর উন্নয়নে আমি আপোষহীন। এই দুই উপজেলার উন্নয়নে ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। আমার দীর্ঘ সকল সমস্যার তালিকা করে পরিকল্পনা করে আমি কাজ করে যাবে।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারে উন্নয়নের সেবক হয়ে চাই, মানুষের সুখে দুঃখে পাশে থেকে আমি কাজ করতে চাই। অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে এগিয়ে নিতে হলে ধানের শীষের বিকল্প নেই।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ক্লাব পয়েন্টে ও লক্ষিপাশা ইউনিয়নের জাঙালাহাটা বাজারে ধানের শীষের ও ৩১ দফার গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগ শেষে জামিল আহমদ মেম্বারের সভাপতিত্বে ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পরিচানায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক রাসেল আহমদ, জহির উদ্দিন আহমদ, নজরুল ইসলাম, মনির আহমদ, মনির আহমদ, জসিম আহমদ, কামিল আহমদ, মোহন, কামাল আহমদসহ বিএনপি ছাত্রদল, যুবদল সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
Leave a Reply