সবসময় ডেস্ক ::: শনিবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বড়গ্রাম এলাকার আলী হোসেন নামে এক ব্যক্তির পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষে অভিযান চালায়। এ সময় অফিসের উত্তর-পূর্ব কোণে কাপড়ে মোড়ানো অবস্থায় মরিচাপড়া কাঠের বাটযুক্ত একটি বিদেশী রূপান্তরিত শর্টগান উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি মূলত একটি একনলা এয়ারগান ছিল, যা পরবর্তীতে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এতে মরিচা পড়ে গেছে।
উদ্ধার করা অস্ত্রটি জিডি মূলে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে র্যাব-৯। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তারা মোট ২৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে, যা সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Leave a Reply