ফিলিস্তিনের দূত ইব্রাহিম আল-জেবেন জাতিসংঘের ‘কোপ-৩০’ জলবায়ু সম্মেলনে গাজায় জনস্বাস্থ্য ও পরিবেশের গুরুতর সংকট সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলা ও পরিবেশগত ধ্বংসের কারণে গাজার মানুষ ও প্রকৃতি আজ বিপদের মুখে।
আল-জেবেন বলেন, ‘গাজা ইসরায়েলের চালানো গণহত্যার শিকার। এই যুদ্ধ প্রায় লক্ষাধিক মানুষের ক্ষতি করেছে এবং ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ উৎপন্ন করেছে, যার কিছু দূষিত ও বিষাক্ত।’
তিনি আরও উল্লেখ করেন, ‘স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ধ্বংস হওয়ায় ভূগর্ভস্থ পানি ও উপকূলীয় জলে দূষণ সৃষ্টি হয়েছে। গাজায় জনস্বাস্থ্য ঝুঁকি তীব্র এবং পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।’
আল-জেবেন বলেন, ইসরায়েলের হামলা গাজার কৃষিজমির বড় অংশ ধ্বংস করেছে, ফলে অঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতা ও অনাহার প্রকট। তিনি যোগ করেন, “খাদ্যকেই কখনও কখনও হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা শুধু মানুষের জীবন ও সম্পদের ওপর প্রভাব ফেলছে না, বরং জনস্বাস্থ্য, বিশুদ্ধ পানির নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন দূত।
Leave a Reply