২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থী এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যাতে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে, সে ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে, তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিলে দেশ আবারও অস্থিতিশীল হবে।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা আগামী নির্বাচন বানচালের চেষ্টা করবে। নিবন্ধনের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দোসর এমন কোনো দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকা হলে এর বিরুদ্ধেও আন্দোলন করার হুঁশিয়ারিও দেন রাশেদ খান।
Leave a Reply