যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আটজন অভিবাসনবিষয়ক বিচারককে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) জানায়, বরখাস্ত হওয়া আট বিচারকের সবাই ম্যানহাটানের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন।
প্রথম দিকের বরখাস্তের খবরটি দ্য নিউইয়র্ক টাইমস সোমবার (১ ডিসেম্বর) প্রকাশ করে। এরপর বিচারক সমিতির এক কর্মকর্তা জানান, বছরের শুরুতে দেশজুড়ে ইমিগ্রেশন বিচারকের সংখ্যা ছিল প্রায় ৭০০, যা বর্তমানে নেমে এসেছে ৬০০–র নিচে।
এদিকে, গত জুলাইয়ে, কংগ্রেসে পাস হওয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত কর আইনে ৮শ’ স্থায়ী ইমিগ্রেশন বিচারক ও তাদের সহায়ক টিম নিয়োগের নির্দেশনা দেয়া হয়েছিল।
কর্মকর্তা আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে বিচার বিভাগ মোট ১১ জন নতুন স্থায়ী বিচারক নিয়োগ করেছে। পাশাপাশি ছয় মাস মেয়াদে ২৫ জন অস্থায়ী বিচারককে বিভিন্ন আদালতে দায়িত্ব দেয়া হয়েছে।
এক বিবৃতিতে বিচার বিভাগের মুখপাত্র সিবিএস নিউজকে জানান, ‘বাইডেন প্রশাসনের চার বছরের নীতিতে ইমিগ্রেশন আদালত কার্যত লাখো বিদেশির জন্য ‘ডি-ফ্যাক্টো অ্যামনেস্টি’ বাস্তবায়নে বাধ্য হয়েছিল। বর্তমান বিচার বিভাগ ইমিগ্রেশন ব্যবস্থার সুশাসন ফিরিয়ে আনছে এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষার মিশনে যোগ দেয়ার জন্য যোগ্য আইনজীবীদের আহ্বান জানাচ্ছে।’
ক্রমাগত বরখাস্ত, পদত্যাগ ও নতুন নিয়োগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিচার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন এই পরিবর্তনকে ইমিগ্রেশন ব্যবস্থার ‘শুদ্ধিকরণ’ হিসেবে তুলে ধরলেও, আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন—এটি আদালতের স্থিতিশীলতা ও মামলার জটিলতা আরও বাড়াতে পারে।
Leave a Reply