হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার।
বিএনপির পক্ষ থেকে গত ২৯ নভেম্বর দেশটির কাছে সহযোগিতা চাওয়া এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে। তখন নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে কাতার।
চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এ সময়ও কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশটিতে যান।
এদিকে, সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে তাদের পরামর্শে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে, তাকে বিদেশে নেয়া যাবে কি না।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
Leave a Reply