দিপু সিদ্দিকী :::: মানুষ ভাবে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়। সুযোগ, সামর্থ্য, পরিবেশ- সব মিললে নাকি হজ্ব- উমরাহ করা সহজ। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহর ঘরের সফর কখনোই শুধু সামর্থ্যনির্ভর নয়; বরং এটি এক বিশেষ যাত্রা, যেখানে যোগ দেওয়ার অনুমতি মেলে কেবল সেই মানুষদের, যাদের আল্লাহ নিজ হাতে ডাকেন।
হজ্ব-উমরাহ নিয়ে ভাবলেই চোখে ভেসে ওঠে তাওয়াফরত মানুষের ঢেউ- কেউ সাদা কাপড়ে মুড়িয়ে এসেছে দুনিয়ার প্রান্ত থেকে, কেউ আবার এসেছে জীবনভর করা পাপের বোঝা কাঁধে নিয়ে। আমি নিজ চোখে দেখেছি এমন কিছু মানুষকে, যাদের শরীর ট্যাটুতে ভরা, যাদের অতীত হয়তো সমাজের কাছে অবমাননার প্রতীক। অথচ সেই মানুষগুলো কাবার সামনে দাঁড়িয়ে কাঁদছে- যেখানে দাঁড়িয়ে কাঁদার “যোগ্যতা” দুনিয়া তাদের দিতে চায়নি। কিন্তু আল্লাহ দিয়েছেন। সমাজের মানদণ্ডে তারা জায়গা পাওয়ার মতো ছিল না; অথচ আল্লাহর দরবারে তারা সম্মানিত অতিথি।
আবার দেখেছি এমন লোককেও, যাদের মুখে-চেহারায় দারিদ্র্যের চিহ্ন স্পষ্ট। পুরনো কাপড়, ক্ষয়ধরা স্যান্ডেল, ভাষা জানে না, রাস্তাঘাট বোঝে না- তবুও কোনো অদৃশ্য হাত তাদের পৌঁছে দিয়েছে হারাম শরিফে। দুনিয়ার বিচারে তারা অসহায়; কিন্তু আল্লাহর দরবারে তারা বাছাই করা মানুষ। কারণ আল্লাহর ঘরে দাঁড়ানোর সম্মান কেবল ধনীদের নয়- এটি সেই মানুষদের, যাদের নিয়ত, চোখের পানি আর হৃদয়ের ডাকে আকুলতা থাকে।
অন্যদিকে, আমরা প্রায়ই দেখি- অনেকে আছেন যাদের টাকার কমতি নেই, সুযোগও প্রচুর। বিদেশ ঘুরে বেড়ান, নতুন গাড়ি কেনেন, বিলাসী জীবনযাপন করেন; অথচ জীবনে একবারও হজ্ব-উমরাহ করতে পারেননি। বাধাও নেই, সময়ও আছে-তবুও কেন তারা যান না? উত্তর একটাই-এখানে টাকা নয়, সিদ্ধান্ত নয়; আল্লাহ যাকে কবুল করেন, সে-ই যায়।
কুরআনে আল্লাহ বলেছেন-
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিযিক দেন যেখান থেকে সে ধারণাও করে না।”
– (সূরা আত-তালাক 65:2-3)
হজ্ব-উমরাহর খরচও রিযিকের অংশ। আর রিযিক তিনি যাকে চান, তাকেই দেন।
রাসুলুল্লাহ ﷺ আরও বলেছেন-“
দোয়া হলো মুমিনের অস্ত্র।”- (তিরমিজি)
অর্থাৎ দোয়া করলে পথ খুলবেই- যেখান থেকে আপনি কল্পনাও করেন না।
কিন্তু কত মানুষ টাকা থাকা সত্ত্বেও সারাজীবন যেতে পারেন না! আবার কত দরিদ্র মানুষ একদিন চলে যান মক্কা মদিনায়।
এটাই আল্লাহর ব্যবস্থা- নিয়ত সঠিক হলে পথ অসম্ভব হলেও খুলে যায়।হজ্ব-উমরাহর সফর টাকা দিয়ে কেনা যায় না, ভাষা দিয়ে শেখা যায় না, শক্তি দিয়ে অর্জন করা যায় না।
এটা একটি ডাক-আর সেই ডাক আসে কেবল আল্লাহর পক্ষ থেকে।
Leave a Reply