গতকাল দুপুর বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরা আর্মি ক্যাম্প সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার, বিএফডিসি রেলগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি নির্মাণাধীন ভবন থেকে মাদক সেবনরত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক ও তার সহযোগী মিলনকে গ্রেফতার করে সেনাবাহিনী ।
পরে তল্লাশি করে তাদের নিকট থেকে একটি স্প্যানিশ পিস্তল ও ৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। তারা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন সময় রাজধানীতে হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধের সাথে জড়িত ছিল। অপরাধীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে এই দুই সন্ত্রাসীকে থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply