নিজস্ব প্রতিবেদক :: সিলেট-১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে উন্মুক্ত নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পিপলস ভয়েসের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে আগামীর রাজনীতি, জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সিলেটের সার্বিক উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা ও প্রত্যাশার কথা উঠে আসে। বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা সরাসরি তাদের মতামত, প্রশ্ন ও প্রস্তাব উপস্থাপন করেন।
উন্মুক্ত নাগরিক সংলাপে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, আগামী দিনে রাতের বেলা ভোটের মাধ্যমে রাজা-রানি হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।
নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান।
কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভা শুরু হয়।
Leave a Reply