পারভেজ আহমদ :::: জাফলংয়ে নেই কোনো কম্বল কারখানা। এমনকি ঢাকা বা সিলেটের কোনো বৈধ উৎপাদন কেন্দ্র থেকেও আসছে না এসব কম্বল। অথচ প্রতিদিন লক্ষ লক্ষ কম্বলে সয়লাব হয়ে উঠছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং। প্রশ্ন উঠেছে—তাহলে এই বিপুল পরিমাণ কম্বল আসছে কোথা থেকে?
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের শিলং–ডাউকি সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে এসব কম্বল জাফলংয়ে প্রবেশ করছে। সীমান্তবর্তী এলাকা ও পর্যটন কেন্দ্রকে ঘিরে গড়ে উঠেছে প্রকাশ্য চোরাচালান কম্বলের একটি ওপেন হাট, যেখানে প্রতিদিন চলছে বেচাকেনা।
সূত্র আরও জানায়, একাধিক গ্রুপে বিভক্ত একটি সংঘবদ্ধ চক্র এই চোরাচালান নিয়ন্ত্রণ করছে। সীমান্ত পারাপার থেকে শুরু করে দাম নির্ধারণ, পরিবহন ব্যবস্থা এবং পাইকারি ও খুচরা বিক্রি—সবকিছুই তাদের পরিকল্পনার অংশ। মোটরসাইকেল, অটোরিকশা, টমটম এমনকি পর্যটকবাহী বাসেও এসব কম্বল পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এলাকায় পুলিশ, বিজিবি ও টুরিস্ট পুলিশের উপস্থিতি থাকার পরও কীভাবে এত বড় পরিসরে এই ওপেন হাট ও চোরাচালান কার্যক্রম অব্যাহত রয়েছে, তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই অবৈধ কার্যক্রম বন্ধ না হলে রাজস্ব ক্ষতির পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনাও চরমভাবে ঝুঁকির মুখে পড়বে।
Leave a Reply