সবসময় ডেস্ক :::নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনার কারণে চট্টগ্রাম ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার খোলার বিষয়ে জানানো হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা তখন আওয়ামী লীগ ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেন।
Leave a Reply