নিজস্ব প্রতিবেদন :::: আজ শনিবার রাত আনুমানিক ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামীকাল অনুষ্ঠিতব্য সিলেট টাইটানসের ম্যাচে তিনি সরাসরি উপস্থিত থাকবেন।

স্ট্যাটাসে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো ধরনের হুমকি বা ভয় তাকে ম্যাচে উপস্থিত হওয়া থেকে বিরত রাখতে পারবে না। তিনি লেখেন,“কসম আল্লাহর, ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকের সিলেট টাইটানস ম্যাচে আমি থাকব। কোনো হুমকি, কোনো ভয় আমাকে থামাতে পারবে না। আমি সিলেটি এই পরিচয়ই আমার সবচেয়ে বড় নিরাপত্তা। প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু সিলেটের সম্মান মাথা নত হতে দেব না। আল্লাহ ভরসা।
ফাহিম আল চৌধুরীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তার বক্তব্যে সিলেট টাইটানসের প্রতি দায়বদ্ধতা ও সিলেটের সম্মান রক্ষার দৃঢ় অঙ্গীকার ফুটে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট টাইটানসকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ও উত্তেজনার প্রেক্ষাপটে উপদেষ্টার এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এতে দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে নতুন করে মনোবল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফাহিম আল চৌধুরীর ফেসবুক স্ট্যাটাস ছাড়া আনুষ্ঠানিকভাবে অন্য কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আগামীকালের ম্যাচে তার উপস্থিতি থাকলে সেটি সিলেট টাইটানসের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Leave a Reply