ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে গতকাল সোমবার এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তার ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব ব্যক্তিগত উদ্যোগে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।
আর্মেনিয়া, তুরস্ক ও তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার এবং আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে।
এদিকে, তেহরানের দূতাবাস থেকে খুব জরুরি কর্মী ছাড়া বাকিদের সরিয়ে নিয়েছে ফ্রান্স।
এর আগে, চলমান অস্থিরতার জেরে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশকিছু দেশ।
Leave a Reply