সিলেটে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে এ কর্মশালা শুরু হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিলেট অঞ্চলের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ির পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো: আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সিলেট অঞ্চল থেকে মোট ১৫৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার মধ্যে প্রশিক্ষিত মাশরুম উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, নার্সারি তত্ত্বাবধায়ক এবং বিভিন্ন এনজিও ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
বক্তারা বলেন, পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মাশরুম চাষ একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্যসম্মত পুষ্টি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। কর্মশালায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: মোশাররফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply