নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বুধবার (১৫ নভেম্বর)। জাতির উদ্দেশে সিইসি কাজী হাবিবুল আউয়ালের ভাষণেই এই ঘোষণা আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। সকাল ১০টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চত করা হয়।
এদিকে, সংলাপে বসার আহ্বান জানিয়ে বড় দলগুলোকে যুক্তরাষ্ট্রের চিঠি তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে সামনে রেখে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। বৈঠকের পর সন্ধ্যায় জাতির উদ্দ্যেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর এ ভাষণেই ঘোষিত হবে নির্বাচনী তফসিল।
বিএনপিসহ অন্যান্য দলের ডাকা অবরোধ, রাজনৈতিক সহিংসতা, বড় দলগুলোকে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ- এমন পরিস্থিতির মধ্যেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এ প্রসঙ্গে কমিশন সচিব জানান, যুক্তরাষ্ট্রের চিঠি সম্পর্কে কমিশন অবগত নয়।
ইসি সচিব আরও জানিয়েছেন, আইন অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা।
Leave a Reply