নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জে ১১ হাজার ৬শ পিস ইয়াবা, ২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
আটককৃতরা হলো পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৫০), শিলাকুড়ি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)।
ওসি আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির ৯ হাজার ২০০ টাকাসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ বদ্ধপরিকর।
Leave a Reply