সবসময় ডেস্ক:
গাজীপুরের চান্দনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত সাত আসামিদের মধ্যে কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহজালাল (৩২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল চন্দ্র দাস ।
গাজীপুরের বাসন থানায় সোমবার (১১ আগস্ট) দুপুরে রিমান্ড শেষে দুপুরে কড়া পুলিশি প্রহরায় সাত আসামিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতে হাজির করে আসামি মো. শাহজালালকে বিচারক ওমর হায়দারের নিকট হাজির করা হয়। এসময় আসামী শাহজালাল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন । পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply