চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ৫০ লাখ টাকার বেশি মূল্যের সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের শ্রীবাড়ি চা বাগান এলাকার করাঙ্গী নদী থেকে ১ লাখ ১৪ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে করাঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার ঘটনাস্থলে অভিযান চালালে বালু উত্তোলনকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযানে চুনারুঘাট থানার একটি পুলিশ দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন,“অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
Leave a Reply