আলোচিত তোষাখানার দ্বিতীয় মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় শনিবার (২০ ডিসেম্বর) নিজের আইনজীবীর মাধ্যমে এই বিক্ষোভের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী। এই রায়ের বিপক্ষে হাইকোর্টে আবেদনের ঘোষণাও দেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের পক্ষ থেকে একটি পোস্ট করেন তার আইনজীবী। যেখানে বলা হয়, রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে। এরইমাঝে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে বার্তা পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে পুরো জাতিকে জেগে উঠার আহ্বান জানান তিনি।
এই মামলাটি ইতালির বিশালবহুল ব্র্যান্ড বুলগারির একটি ‘জুয়েলারি সেট’ কেনার সঙ্গে সম্পর্কিত। সেই উপহার নিয়ে জালিয়াতির অভিযোগে শনিবার (২০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে মোট ১৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করেছে আদালত।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরানকে বুলগারির ওই জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন। পরে ইমরান নামমাত্র মূল্য দিয়ে সেটি নিজের কাছে রেখে দেন।
Leave a Reply