সিলেট র্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় কসবা থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর এলাকা থেকে মাদক কারবারি আবুল মিয়া ওরফে হাছেনকে (৪৫) গ্রেফতার করেছে।
এসময় র্যাব তার কাছ থেকে ৪৮ কেজি ৬৪ গ্রাম গাঁজা উদ্ধার করে।
সোমবার (১২ জানুয়ারি) কসবা থানা পুলিশ গ্রেফতারকৃত হাছেনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে রবিবার (১১ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল মিয়া ওরফে হাছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ধজনগর এলাকার মৃত তবদিল হোসেনের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
Leave a Reply