সবসময় ডেস্ক :::সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশন ও সিলেট জেলা ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ক্রীড়াবিদ ও প্রাক্তন কৃতি ক্রিকেট আম্পায়ার আনোয়ার হোসেন মানিকের মুক্তির দাবি জানিয়েছে সিলেট আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশন।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করলে বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মানিক সিলেটের ক্রিকেট উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একজন সৎ, অভিজ্ঞ ও সম্মানিত আম্পায়ার হিসেবে তার পরিচিতি রয়েছে।
এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। সেই সঙ্গে দ্রুত তাকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
নেতারা আরও বলেন, ক্রিকেট অঙ্গনের সঙ্গে জড়িত একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে আনোয়ার হোসেন মানিকের সম্মান ও অবদান বিবেচনায় রেখে মানবিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply