নিজস্ব প্রতিবেদক :: চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- অলিম্পিক, বিএসআরএম, ক্রাউন সিমেন্ট, যমুনা অয়েল, রহিমা ফুড, মালেক স্পিনিং, আর্গন ডেনিম এবং ইভিন্স টেক্সটাইল।
এই ৭টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
অলিম্পিক : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৩ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৮ পয়সা।
বিএসআরএম : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৫ টাকা ৫১ পয়সা লোকসান হয়।
ক্রাউন সিমেন্ট : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৩৬ পয়সা লোকসান হয়।
যমুনা অয়েল : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭ টাকা ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৯৮ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ৬১ পয়সা।
রহিমা ফুড : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা।
মালেক স্পিনিং : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৬৯ পয়সা।
আর্গন ডেনিম : চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১০ পয়সা।
Leave a Reply