নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ সিলেটে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার অঙ্গীকারের বার্তা পৌঁছে দেয়।
এ সময় বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগের ইতিহাস বহন করে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শোভাযাত্রা শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমিকদের কল্যাণে সরকার নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
Leave a Reply