সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার) আর নেই। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে নয়টার সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য ছাত্র গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল চারটায় সিলাম ব্রাম্মণপাড়ায় নিজ বাড়ির সামনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার)’র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুজ্জামান সালেহ, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সিলাম পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারি আবু সাঈদ জুবেরী ছাদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শোক জ্ঞাপনকারীরা পরলোকগত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার)’র আত্মার প্রশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply