রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। রৌমারী থানার ওসি লুৎফর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
আকটকৃতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছচারান গ্রামের শামীম খানের ছেলে হৃদয় খান (৩২) ও একই এলাকার নূরুল আলম তালকদারের ছেলে রাকিব তালুকদার (৩০)।
ওসি আরও জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের শাপলা চত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবাসহ হৃদয় খান ও রাকিব তালুকদার নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয় মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply