কুড়িগ্রাম প্রতিনিধি:
গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুধকুমার নদের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সদর ইউনিয়নের নলেয়া, চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া, পাইকডাঙ্গা, আন্ধারীঝাড় ইউনিয়নের চর ও বীর ধাউরারকুঠি, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
উপজেলার সোনাহাট ইউনিয়নের সেতু পাড়ের বাসিন্দা ফরিদুল ও জুলহাস জানান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বাড়ির চারদিক ভরে গেছে। এতে বন্যা আতঙ্কে পড়েছেন নদী পাড়ের মানুষ।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। ফলে দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি এলাকায় গুচ্ছ গ্রামটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) জরুরি ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং কল করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply