রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রৌমারী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ই আগস্ট) রৌমারী মহিলা ডিগ্রি কলেজ প্রঙ্গনে এক আলোচনার সভার মধ্য দিয়ে এক কমিটি গঠন করা হয়। আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আমজাদ হোসেন ।
৫ সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক, খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোবায়েদুর রহমান, অতিরিক্ত সচিব (অবসর প্রাপ্ত) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হায়দার আলী (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) রৌমারী সরকারি কলেজ, মাহবুবুর রহমান, সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ও সহকারী শিক্ষক, ক্ষেতলাল জয়পুরহাট।
নির্বাচিত অন্যরা হলেন, নির্বাহী সভাপতি রফিক উদ্দিন, প্রধান শিক্ষক, বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিনিয়র সহ-সভাপতি, আতিকুর রহমান, প্রধান শিক্ষক, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিনিয়র সহ-সভাপতি, আতিকুর রহমান, প্রধান শিক্ষক, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাহী সম্পাদক, শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, যাদুরচর নতুনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, প্রধান শিক্ষক, বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ-সাংগঠনিক সম্পাদক, আকতারুজ্জামান, সহকারী শিক্ষক নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা বিষয়ক সম্পাদক, ইসমত আরা বেগম, সহকারী শিক্ষক, যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলার প্রায় ৬০০ জন শিক্ষক-শিক্ষিকাসহ উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীবৃন্দ। মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় এ আয়োজন।
Leave a Reply