নাজিম আহমেদ রৌমারী, (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ টি গাছ কাটার প্রতিবাদ করায় আমিনুল ইসলাম নামের এক বৃদ্ধকে মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুলের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রৌমারী থানায় একটি মামলা করেন ওই বৃদ্ধের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সজিব। মামলা নং ১৮, তারিখ: ২১/০৮/২০২৫ খ্রি. । অভিযুক্ত প্রধান শিক্ষক উপজেলা চরশৌলমারী ইউনিয়নের খড়ানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুল রৌমারী সদর ইউনিয়নের চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা কালীন নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে ছিলেন। ওই সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে ওঠাবসা থাকায় তার অনিয়মের প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। এ কারণে তিনি বেপরোয়া হয়ে উঠেন।
ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সজিব বলেন, ২০২৪ সালে সরকারি কোনো অনুমতি ছাড়া ওই বিদ্যালয়ের ২৫টি গাছ কেটে বিক্রি করেন প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুল। তার স্বেচ্ছাচারিতায় ওই গাছগুলো বিক্রি করার কারণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় শিক্ষা অফিসে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমার বাবা আমিনুল ইসলামসহ (৬৮) স্থানীয়রা। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিল। এ কারণে আমার বাবার উপর ক্ষিপ্ত হয়ে (১৮ আগস্ট) বিকেলে রৌমারী বাজার পানহাটিতে মারধর করেন। আমার বয়োবৃদ্ধ বাবা একজন হার্টের রোগী। তাকে একা পেয়ে এলোপাথারী কিলঘুষি ও লাথি মারার কারণে আমার বাবার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। মারধরের সময় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, আপনার কারণে আমি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়ে ছিলাম। সে চাকরি ফিরে পেতে দুই লাখ টাকা খরচ হয়েছে ও ওই টাকার দাবি করা হয়। পরে মোবাইল ফোনে ঘটনাটি জেনে দ্রুত এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
অভিযুক্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুল মারধরের কথা অস্বীকার করে বলেন, দশ বছর ধরে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে লেগে আছেন। তার যন্ত্রণায় আমি ওই বিদ্যালয় ছাড়ছি। আবার আমাকে বদলি করানোর জন্য তার নাকি টাকা খরচ হয়েছে, ওই টাকার দাবি করেন তিনি।
কথা হয় রৌমারী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজের সঙ্গে। তিনি বলেন, এ ঘটানায় প্রধানশিক্ষক আবু জাফর সিদ্দিক ওরফে বুলবুলের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply