পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারখলা রূপালি যুব সংঘের উদ্যোগে দোয়া মাহফিল ও সংঘের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বারখলার প্রবীণ মুরব্বী মরহুম হাজী কুটি মিয়ার বাড়িতে অনুষ্ঠিত সভায় বারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আলাউর রহমান আলাউদ্দিনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- বারখলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কাওসার রহমান, সদস্য হেলাল আহমদ,
জিতু মিয়া ও হারুনুর রশীদ সংগ্রাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আলাউর রহমান আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বারখলা রূপালি যুব সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নসিবুর রহমান বেলাল, সদ্য সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহ-সভাপতি মিজানুর রহমান শানুর, সুলেমান আহমদ সুমন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ।
আরো উপস্থিত ছিলেন, জায়ফর আলী, সানা মিয়া, মানিক মিয়া, সোহেব রহমান, কামাল আহমদ, জামাল আহমদ, হামিদ আহমদ জীবন, আসুক আহমদ, আব্দুল জব্বার, জাবেদ এমরান, সমসের আলী বকুল, আবুল হোসেন সামুম, সেলিম আহমদ, টিটু আহমদ, আব্দুর রহিম, দিলোয়ার, মুহিম আহমদ, আকলাল রহমান, আমিনুল ইসলাম সুফি, তারিকুল ইসলাম বিপ্লব, জনি আহমদ, সাহেদ আহমদ জীবন, আলমাস, রাসুক আহমদ, তিতুল আহমদ ও মাহিব প্রমুখ।
এলাকা ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, বারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আলাউর রহমান আলাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply