নাজিম আহমেদ (রৌমারী) কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) ভোর রাতে রৌমারী থানার উপ-পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকা থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন, রাজিবপুর উপজেলার বদরপুর উত্তরপাড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দা জেল হকের ছেলে রাসেল মিয়া (২৬) ও মরিচাকান্দি আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে সবুজ মিয়া (২৭)।
থানা সূত্রে জানা যায়, রাজিবপুর বাজার ছ’মিল মোড়ের উত্তর পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন তারেক রহমানের বাড়ি ঘেঁষা ঝোপ থেকে মোটরসাইকেল উদ্ধার ও রৌমারী থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং ১৭। তারিখ:১৭/১০/২০২৫খ্রি.
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর মূল হোতা ও মাদক কারবারি তারেক রহমান (৪৪) রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মেম্বার পাড়ার (স’মিল মোড়) মৃত ইনছান আলীর ছেলে । তারেক রাজিবপুর উপজেলার নামা বাজারের পাঁচ রাস্তার মোড়ে তাওহিদ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের সত্বাধিকারী।
উল্লেখ্য, চলতি বছরের ১২ সেপ্টেম্বর (শুক্রবার) রৌমারীর কর্তিমারী বাজার এলাকার কাশিয়াবাড়ি থেকে আবু সাইদ নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনায় সামনে আসে তারেক বাহিনীর নাম। এ বাহিনীর সদস্য রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের মৃত আননেছ আলীর ছেলে দুলাল মিয়া (৪৬), বদরপুর উত্তরপাড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দা জেল হকের ছেলে রাসেল মিয়া (৩০) ও হবিবর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩২), মরিচাকান্দি আশ্রয়কেন্দ্রের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে সবুজ মিয়া (২৪), করাতিপাড়া টোকমাথার আনিছ (৩৯), মরিচাকান্দির মৃত উজিরের ছেলে শাখাওয়াত (৪০)। রৌমারীতে তার সদস্য রয়েছেন- দাঁতভাঙ্গা হাজির হাটের ইসমাইলের ছেলে মহিউদ্দিন (২৭), বন্দবেড়ের পাখিউড়ার মৃত জাবেদ আলীর ছেলে হাজারি ওরফে জয়নাল আবেদীন (৪৭), উপজেলা সদরের মন্টুর ছেলে ফিরোজ (৩১)।
আকটকৃত সবুজ জানায়, চোরাই মোটরসাইকেল প্রথমে নিজের নিয়ন্ত্রণে নেন তারেক। তারপর দুলাল গাড়ির চেচিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর বসিয়ে দেন। যে নম্বরের গাড়ি দেশের কোথাও না কোথাও চলমান থাকে। এরপর মোটরসাইকেল পার্শ্ববতী জেলাসহ দেশের বিভিন্ন নতুন/পুরাতন মোটরসাইকেল শো-রুমে বিক্রি করে
আসছে চক্রটি। তারেক চক্রটি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।
সিন্ডিকেটের একটি সিসি টিভির ফুটেজ দৃশ্য ও মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে তারেক বাহিনীর সদস্য সবুজ মিয়া বলেন, চলতি বছরের ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে রৌমারী উপজেলার কাশিয়াবাড়ি এলাকা থেকে এ্যাপাচি-ফোরভি মডেলের একটি মোটরসাইকেল চুরি করা হয়। আমার সাথে ছিলেন রাসেল মিয়া (৩০), জসিম উদ্দিন (৩২), ও আনিছ (৩৯)। এদের মধ্যে আনিছ গাড়ির তার কেটে দেওয়ার পর পাঁয়ে হেটে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। রাসেল আর জসিমকে পিছনে বসিয়ে আমি (সবুজ) গাড়ি চালিয়ে সরাসরি তারেকের বাড়িতে গিয়ে তার কাছে জমা দেই।
মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বলেন- আমার নামে এসব অভিযোগ থাকতেই পারে। যেহেতু আমি দুই নম্বর কাজের সাথে জড়িত। এরপর থেকে তার মোবাইল নাম্বার বন্ধ ও সে পলাতক রয়েছেন ।
সম্প্রতি রৌমারী শহরে তারেক বাহিনীর সদস্য মহিউদ্দিন রাজিবপুর থেকে মটরসাইকেল চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে রৌমারীর দাঁতভাঙ্গায়। মটরসাইকেল উদ্ধার না হওয়ায় স্থানীয় লোকজনের মাফরত নগদ ৮০ হাজার জরিমানা দিয়ে বিষয়টি সুরাহা করেন।
ভুক্তভোগি আবু সাইদ বলেন, মোটরসাইকেলটি চুরি হওয়ার ১ মাস পাঁচদিন পর গতকাল উদ্ধার করেছেন রৌমারী ও রাজিবপুর থানা পুলিশ ।
রৌমারী থানার ওসি সেলিম মালিক ঘটনাটি নিশ্চিত করে বলেন , আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসামীদের আটক ও মটরসাইকেল উদ্ধার করেছি। আইনী প্রক্রিয়া শেষে আসামীদের জেল হাজতে পাঠানো হবে।
রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন মোটরসাইকেল চোর সিন্ডিকেট তারেক বাহিনীর ব্যাপারে আমরা বেশ তৎপর। রৌমারী ও রাজিপুর থানা পুলিশের সহায়তার চুরি হওয়ার মোটরসাইকেলটি উদ্ধার করে গতকাল রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply