নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সেইসাথে, সব আশঙ্কা ও অনিশ্চয়তা জয় করে বিশ্বাস ও আশাবাদকে বেছে নেয়ায় নিউইয়র্কবাসীদেরও আন্তরিক অভিনন্দন জানান তিনি।
ব্রিটিশ মেয়র সাদিক খান বলেন, জোহরানকে তার অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি তার পরিবার, দল এবং নিউইয়র্ক শহরের বাসিন্দাদেরও। জোহরানের মুসলিম পরিচয় তার বিরুদ্ধে ব্যবহার করার জোর চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি। তার কথার সাথে সাধারণ মানুষ নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছে।
তিনি আরও বলেন, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কেন লন্ডনকে অপছন্দ করেন। তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করে লন্ডনবাসীরা। যে কারণে নিউইয়র্কও এখন তার চক্ষুশূল। লন্ডনের বাসিন্দাদের মতো নিউইয়র্কাররাও প্রেসিডেন্টের ভীতিপূর্ণ মতবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আশার পথ বেছে নিয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেন তিনি
।
পরবর্তীতে, ট্রুথ স্যোশালের এক পোস্টে জোহরান মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের ‘স্টুপিড’ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদীদের বিরুদ্ধে যাবে।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা, আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের।
Leave a Reply