বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনায় সিলেটে দোয়া মাহফিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বৃহস্পতিবার বাদ যোহর সিলেট নগরীর হযরত শাহজালাল (র.) এর দরগাহ্ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট ১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা ও মহানগরের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন- কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে লড়াই চালিয়ে গেছেন বিগত ও দিনে।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু লড়াইয়ে আছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার সার্থে তাঁর সুস্থতা অতিব জরুরী। ফ্যাসিস্ট আওয়ামিলীগ মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে জেলে রেখে এই অসুস্থ করেছে। আজকে সেই নেত্রীর জন্য দেশবাসী কাদঁছে। দেশের মানুষ আজ কান্না করছে। দেশনেত্রী কে আবার ও আমাদের মাঝে সুস্থতা দান করে ফিরিয়ে দেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা-সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
Leave a Reply