দিপু সিদ্দিকী:::: সিলেটগত রাতটা ছিলো অদ্ভুত একরাত। ছিলো শীতের বেশ তীব্রতা, কম্বল মুড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে চারপাশের গভীর নীরবতার ভেতর অদ্ভুত এক অনুভূতি জাগে। মনের মধ্যে একটি শব্দ বার বার বেজে ওঠছিলো।
চোখে আবছা আলোয় ধরা দিচ্ছিলো রূপালী, কালো আর সোনালী ছায়া। সেই নীরবতা যেন আমাকে হাজার মাইল দূরে টেনে নিয়ে যায়- মক্কার দিকে, কাবার দিকে, বিশেষ করে মুলতাজামের দিকে।
সেই দরজার নিচের সেই ছোট্ট অংশটা- যেখানে মানুষ বুক ঠেকিয়ে চোখের পানি ফেলে। যেখানে দোয়া আকাশে ওঠে, আর মন কান্নায় হালকা হয়ে যায়।
আলহামদুলিল্লাহ, আমি জীবনে দু’বার ওমরাহ করার সৌভাগ্য পেয়েছি। তবুও এক ব্যথা, এক আফসোস আজও বুকের ভেতর সমানভাবে জ্বলজ্বল করছে- দু’বারই মুলতাজাম পর্যন্ত পৌঁছাতে পারিনি।
একবার হাজরে আসওয়াদ চুম্বন করতে পারলে, একটু ডানে এগিয়ে মুলতাজাম পর্যন্ত যাওয়া হয় নি। হাজার মানুষের ভিড়, পরিস্থিতি, ভাগ্য সবকিছু আমাকে বাধা দিয়েছে। দূর থেকে দেখেছি, কিন্তু কাছে যেতে পারি নি। মানুষ দোয়া করে কাঁদছে, আর আমি শুধু তাকিয়ে থেকেছি।
মাঝরাতে ঘুম ভাঙলে আফসোস বাড়তে থাকে, ইশ! আর একটু চেষ্টা করলে হয়তো যেতে পারতাম। এই আফসোস আমাকে নরম করে দেয়।
মনে হয়, একটা দরজা খোলা ছিল, আমি স্পর্শ করতে পারিনি। এমন এক জায়গা যেখানে দোয়া কবুল হয়, যেখানে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি কাছে অনুভব করে- সেই জায়গায় আমি দাঁড়াতে পারিনি।
তবুও এর মাঝেই লুকিয়ে আছে এক গভীর, অবর্ণনীয় আকাঙ্ক্ষা- আবার যেতে চাই।হাজার ভিড় থাকুক, ঠেলা থাকুক, পরিস্থিতি যত কঠিন হোক- ইনশাল্লাহ আমি এবার যেতেই চাই। আমি এবার মুলতাজামের দেয়ালে বুক ঠেকাতে চাই।
চোখের পানি ঝরিয়ে বলতে চাই- আল্লাহ, আমার দেরি হয়েছে। আমার ভুল ছিল। তবুও ফিরে এসেছি তোমার দরজায়। আমাকে গ্রহণ করো।
কাবার সেই দরজা, সেই সোনালি ফ্রেম, সেই কালো গিলাফ- সবকিছুই আমার হৃদয়ে এক অদ্ভুত আলো জ্বালিয়ে রেখেছে।
রাতের অন্ধকারে যখন মনে পড়ে যায়, তখন মনে হয়েছে, এটা শুধু স্মৃতি নয়, এটা এক ধরনের ডাক।
আল্লাহর ঘরের ডাক।
মুলতাজাম যেন আমাকে বলছে, যখন সময় হবে, তুমি আমার কাছে আসবে। আমি তোমার অপেক্ষায় আছি।
জীবনে অনেক কিছুই অসম্পূর্ণ থাকে কিন্তু আল্লাহর ঘরের টান, তার অপূর্ণতা সবচেয়ে গভীরভাবে হৃদয় ছুঁয়ে যায়। আমি সেই অপূর্ণতাকে ধারণ করে চলেছি, যতদিন না আবার ডাক আসে।
ইনশাআল্লাহ, আবার যাবো।
এইবার মুলতাজামের সামনে দাঁড়িয়ে,দুনিয়ার সব ব্যথা, সব আশা, সব স্বপ্ন আল্লাহর হাতে রেখে আসবো। কাবার দেয়ালের ওপর কেঁদে ফেলবো শিশুর মতো। যতক্ষণ না মন হালকা হয়।যতক্ষণ না মনে হয়- হ্যাঁ, এবার আমার দোয়া আল্লাহ শুনেছেন।
Leave a Reply