পারভেজ আহমদ :::: সিলেট নগরীতে আধুনিক ও বহুমুখী আয়োজনের নতুন সংযোজন হিসেবে উদ্বোধন করা হয়েছে তাওয়াক্কুল কমপ্লেক্স। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর মেজরটিলা নুরপুর এলাকায় পূর্ণাঙ্গ এই কমিউনিটি সেন্টার ও হলরুমের উদ্বোধন করা হয়।
বর্ধিত সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাওয়াক্কুল কমপ্লেক্সে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রশস্ত হলরুম, যা বিয়ে, সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশসহ বিভিন্ন আয়োজনের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ অঞ্চলে মানসম্মত ও আধুনিক একটি কমিউনিটি সেন্টারের দীর্ঘদিনের চাহিদা ছিল। তাওয়াক্কুল কমপ্লেক্স চালুর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এখন স্বাচ্ছন্দ্যে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন করতে পারবেন।
কমপ্লেক্স কর্তৃপক্ষ কবির উদ্দিন জানান, এলাকার মানুষকে উন্নত ও সাশ্রয়ী সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও আধুনিক সুবিধা সংযোজনের পরিকল্পনাও রয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে মেজরটিলা নুরপুরসহ আশপাশের এলাকার সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply