রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক কেএম নাহিদ হাসান ও ওমান প্রবাসী জাহাঙ্গীর আলম লিপু’র আর্থিক সহয়তায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর সকালে রৌমারী গ্রামের মুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ও উত্তর বন্দবেড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকারীরা জানান, সাম্প্রতিক শীতপ্রবাহে বিপন্ন মানুষের কষ্ট লাঘবের জন্য প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করা হয়। আমরা প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করে থাকি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
কম্বল পেয়ে বন্দবেড় গ্রামের জুলেখা বেগম বলেন, এই শীতে কম্বল আমাদের পরিবারের জন্য অনেক উপকারে লাগবে। যারা এই উদ্যোগ নিয়েছে তাদের আল্লাহ ভালো করুক।
রৌমারী গ্রামের মজিবর বলেন, শীতে অনেক কষ্ট করতে ছিলাম। শুধুমাত্র কাঁথা দিয়ে শীতকে মানান যায় না। কম্বল কেনার মত কোনো টাকা নাই। এই কম্বল পেয়ে অনেক খুশি।
এতে সার্বিক তত্ত্বাবধানে ছিল নুরুন্নবী নয়ন ও এইচএসসি ব্যাচ – ২০০৩।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মুক্তাঞ্চল মডেল স্কুল এন্ড কলেজ এর পরিচালক খুরশিদ আলম বেলাল, আফছার আর্মি, অ্যাড. মোসলেম উদ্দিন, ব্যাংকার মাইদুল ইসলাম মিলন, রোকনুজ্জামান রিপন, নূরমোহাম্মদ হিরো, রোকন জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, রৌমারী উপজেলা শাখার দপ্তর সম্পাদক, মোজ্জাফর হোসেন, লাবলু মন্ডল, নাইমুর রহমান চয়ন প্রমুখ।
Leave a Reply