সিলেটের কোম্পানীগঞ্জের আনোয়ার হোসেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত পৌণে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিখাই ইউনিয়নের খাগাইল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন (২৭) সিলেটের কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁওয়ের মৃত আজির উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় জিআর ৭৫/২০১৯, দায়রা ১১২৬/২০১৯, জিআর ২৭/২০২১, দায়রা ৫৬২/২০২১ নং মামলা রয়েছে।
অপর একটি মামলায় তিনি ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী হলেও দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
Leave a Reply