সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাস করে জেল দেওয়া হয়।
মঙ্গলবার ভোরে ধলাই নদীর রোপওয়ে বাংকার ও ধলাই সেতুর নিচে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা যায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ধলাই নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এসময় বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় মোঃ মনির হোসেন(২০), মোঃমিজানুর রহমান২৫) ও মোঃ আব্দুর রহমান(২২)কে আটক করা হয়। পরে তাদের প্রত্যাককে ৪ মাস করে জেল দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়েছে। অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply