সবসময় ডেস্ক:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়াদের একজন আরমান। সিসিটিভি ফুটেজে নীল রঙের শার্ট পরিহিত যাকে দেখা গেছে, সে হলো এই আরমান। আসামি আরমানকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব ।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এ নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply