সোমবার(২০অক্টোবর) দুপুর ১২টায় এ ধর্ষনের ঘটনা ঘটে। তাদের দুজনে বাড়ি সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি হ্যাঙ্গারচালা গ্রামে। শিশুটি কাকড়াজান ইউনিয়নে চকচেক হাসান গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী
পুলিশ ও মেয়ের বাবা জানান স্ত্রী শিরিনা তার মেয়ে কে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা ঘাটাইল ধলাপাড়া ইউনিয়নে রামদেবপুর মোঃ সিরাজের বাড়িতে বেড়াতে আসে।এ সময় তারা সহপাটির সাথে খেলা করছিলো।মা ইয়াসমিন মেয়ে কে গোসল করানোর জন্য খোঁজাখুজির পর কমলা বেগম এক মহিলা কাছে জানতে পারে তাকে মামুনের সাথে দেখেছে ।
মামুনের বাড়িতে খুজতে যান সেখানে না পেয়ে বাড়িতে ফিরে এসে বাবাকে জানান।কিছুক্ষন পরে শিশুটি বাড়িতে ফিরে এসে মায়ের কাছে কান্না কাটি করে বলে মামুন পাঁকা কলা খাওয়ানোর কথা বলে রামদেব আজাহারের আঁকাশমনি বাগানে নিয়ে ধর্ষন করে।এতে অসুস্থ্য হয়ে পড়লে সখিপুর উপজেলা স্বাস্থ্য নেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রত উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান ধর্ষনের ঘটনা সত্যতা স্বীকার করে জানান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বাবা মামুন কে বাদী মামলা দায়ের করেছে।আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply