পাকিস্তানের স্পিনার নোমান আলি আইসিসির টেস্ট বোলার র্যাংকিংয়ে নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দারুণ পারফর্ম করার ফলে তিনি এখন ভারতের জসপ্রিত বুমরাহর ঠিক পেছনেই অবস্থান করছেন।
লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ৯৩ রানের জয়ে ১০ উইকেট নিয়েছিলেন নোমান। সেই পারফরম্যান্সে তিনি র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
বাঁহাতি এই স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৮৫৩। তিনি আছেন আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা বুমরাহর সঙ্গে ব্যবধান মাত্র ২৯ পয়েন্ট। ফলে শিগগিরই তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে নোমান আলীর সামনে।
এই সপ্তাহে নোমান ছাড়াও পাকিস্তানের আরও কয়েকজন খেলোয়াড়ের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেওয়ায় টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন।
ব্যাটারদের তালিকাতেও পাকিস্তানের তিন খেলোয়াড় উন্নতি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ইনিংস খেলায় মোহাম্মদ রিজওয়ান চার ধাপ উঠে ১৬তম স্থানে, বাবর আজম দুই ধাপ উঠে ২২তম স্থানে, আর সালমান আগা আট ধাপ উঠে ৩০তম স্থানে পৌঁছেছেন।
তবে ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষে এখনো আছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট।
Leave a Reply